Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সীমান্তের পাঁচবিবি ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে বিজিবি সদস্যের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ নভেম্বর ২০২২ ১৪:৪২

জয়পুরহাট: গুলিবিদ্ধ হয়ে নেপাল চন্দ্র দাস নামে জয়পুরহাট-২০ ব্যাটেলিয়নের এক সদস্য মারা গেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকার পাঁচবিবি বিশেষ ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত বিজিবি সদস্য নেপাল চন্দ্র দাস ফরিদপুরের মধুখালী উপজেলার মেঘচামী গ্রামের নারায়ণ দাসের ছেলে।

শুক্রবার (১৮ নভেম্বর) জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক সরদার রাশেদ মোবারক জানান, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় বিজিবি-২০ জয়পুরহাট ব্যাটেলিয়নের নেপাল চন্দ্র দাস নামের এক সদস্যকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তাকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তার বুকে ও ডান হাতে জখমের চিহ্ন রয়েছে।

জয়পুরহাট সদর থানার ভাররপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল বলেন, ‘বিজিবির পোশাকপরা অবস্থায় এক ব্যক্তির লাশ হাসপাতালে আনা হয়েছে বলে খবর পেয়ে সেখানে গিয়েছিলাম। ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। লাশের বুকে গুলির চিহ্ন রয়েছে। লাশের সুরহতাল প্রতিবেদন করা হয়েছে।’

তবে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

সারাবাংলা/এমও

গুলিবিদ্ধ টপ নিউজ পাঁচবিবি ক্যাম্প বিজিবি সদস্যের মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর