Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতাকর্মীদের হত্যা করে কণ্ঠরোধের চেষ্টায় সরকার: রিজভী

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২২ ২২:৫২

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলুম নিপীড়নের প্রতিবাদ করায় বিএনপির নেতাকর্মীদের হত্যার মধ্যে দিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করছে সরকার।

শনিবার (১৯ নভেম্বর) রাত সারে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত ছাত্রদল নেতা নয়ন মিয়াকে দেখতে এসে তিনি এ সব কথা বলেন।

রিজভী বলেন, ‘জাতীয়তাবাদী দলের শক্তি যুবকদের হত্যা করছে আইনশৃঙ্ক্ষলা বাহিনী। সরকার তার বাহিনীকে সিরিয়াল কিলার হিসেবে সংগঠিত করেছে। এ কারণে তারা বিবেক বিসর্জন দিয়ে ভোলা থেকে হত্যালীলা শুরু করেছে, সেই হত্যালীলা কিছুতেই থামছে না।’

তিনি বলেন, ‘মানুষের দাবির পক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিরুদ্ধে প্রতিবাদ করায় আমাদের নেতাকর্মীদের কণ্ঠরোধ করার জন্য আ. রহিম থেকে শুরু করে, নুরে আলম, নারায়ণগঞ্জে ও মুন্সিগঞ্জে দুই শাওন, অনিক ও সর্বশেষ আজ বাঞ্ছারামপুরে নয়নকে হত্যা করা হলো।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘প্রত্যক্ষভাবে পুলিশ তার শরীরে বন্দুক ঠেকিয়ে গুলি করেছে। এটি বর্বরোচিত দুঃশাসনের নমুনা। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে নয়নের বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’

সারাবাংলা/এসএসআর/একে

আওয়ামী লীগ বিএনপি রিজভী

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
৫ জুলাই ২০২৫ ১৯:৫৬

আরো

সম্পর্কিত খবর