বাসচাপায় কনস্টেবলের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন
২০ নভেম্বর ২০২২ ১৮:৩১
ঢাকা: বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাস মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবলকে চাপা দিয়েছে। এতে কনস্টেবল রমজানের ডান পায়ের গোড়ালি থেকে নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উজিরপুর উপজেলার মেজর এমএ জলিল সেতুতে এ দুর্ঘটনা ঘটে।
বিকেলে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতাল থেকে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, সকালে মোটরসাইকেলে রমজান রেশন তুলতে বরিশাল যাচ্ছিলেন। দুর্ঘটনাকবলিত স্থান অতিক্রমকালে ঢাকাগামী যাত্রীবাহী বাস সুগন্ধা পরিবহন রমজানের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল রমজানের ডান পা গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, বাসটি আটক করা হয়েছে। তবে বাসটির চালক ও হেলপার পালিয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সারাবাংলা/একে