Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২ বাসের রেষারেষিতে প্রাণ গেল ৬ বছরের শিশুর

স্টাফ করেসপন্ডেন্ট
২০ নভেম্বর ২০২২ ১৯:৪৬

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল [ফাইল ছবি]

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ে দুই বাসের রেষারেষিতে আল রাহিদ নামের ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় শিশুটি তার বাবার হাত ধরে ফুটপাত দিয়ে হাঁটছিল।

রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে খিলগাঁও নাকদারপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্ত্যরত চিকিৎসক সাড়ে ৬টার দিকে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

নিহত আল-রাহিদ খুলনার বসুপাড়া এলাকার মো. আক্তার হোসেনের ছেলে। আক্তার হোসেন খিলগাঁও নন্দীপাড়ায় ২ নম্বর স্কুল রোড এলাকায় একটি বাসায় ভাড়া থাকেন। নিহত রাহিদ সেখানকার একটি স্কুলে পড়াশোনা করত।

আক্তার হোসেন জানান, বিকেলে তার ছোট ছেলে আল-রাহিদ বায়না ধরে মাছ ধরা দেখতে যাবে। নাকদার পার এলাকার ফুটপাত দিয়ে হেঁটে স্থানীয় একটি বিলে যাওয়ার সময় দু’টি বাসের রেষারেষিতে একটি বাসের ধাক্কা খেয়ে হাত ধরে থাকা রাহিদ ছিটকে পড়ে যায়। পরে তাকে রক্তাক্ত অবস্থায় তিনটি হাসপাতাল ঘুরে সর্বশেষ ঢাকা মেডিকেলে (ঢামেক) নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ওই শিশুটিকে তার স্বজনরা রক্তাক্ত অবস্থায় ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। শিশুটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুকুল আলম জানান, দুই বাসের রেষারেষির কারণে একটি বাসের ধাক্কায় ফুটপাতে থাকা শিশুটির মৃত্যু হয়েছে। বাস দু’টি জব্দসহ চালকদের আটক করা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

দুই বাসের রেষারেষি শিশু নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর