Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জঙ্গিকে দেওয়া জামিন হাইকোর্টে প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২২ ১৫:৪৮

হাইকোর্ট

ঢাকা: ময়মনসিংহ সদর উপজেলার বয়ড়া গ্রাম থেকে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে দেওয়া জামিন প্রত্যাহারপূর্বক বাতিল করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২২ নভেম্বর) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি এমরান আহমদ ভূঁইয়া।

এমরান আহমদ ভূঁইয়া জানান, রোববার (২০ নভেম্বর) শোয়াইব আহম্মদ নামের এক জঙ্গিকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

এ জামিনাদেশের বিরুদ্ধে আপিল করার জন্য নোট দেওয়া হয়েছিল। এর মধ্যে আজ আবার জামিন আবেদনটি কার্যতালিকায় আসার পর রোববারের দেওয়া জামিনাদেশ প্রত্যাহার করেন হাইকোর্ট।

গত বছরের ২৮ আগস্ট ময়মনসিংহের কোতোয়ালী থানায় এ মামলা করেন র‌্যাব-৩ এর নায়েব সুবেদার (ডিএডি) মো. ফিরোজ খান।

মামলার এজাহারে বলা হয়, তথ্য প্রযুক্তির ভিত্তিতে জানা যায় কোতোয়ালী মডেল থানাধীন বয়ড়া গ্রামের মো. শোয়াইব আহম্মদের বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্যরা অবস্থান করছেন। এরপর অভিযান চালিয়ে সকালে শোয়াইব আহম্মদ ও হুজাইফা আহমেদকে আটক করা হয়।

জিজ্ঞাসাবাদে জানান, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জিহাদি বক্তব্য শুনে জিহাদের নামে উদ্বুদ্ধ হয়েছেন। তারা দেশের নির্বাচনী এবং ভোটাধিকার ব্যবস্থা বিশ্বাস করেন না। সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে তারা শয়তানের দল বলে অভিহিত করেন। তারা দেশের সংবিধান ও জাতীয় সংসদকেও স্বীকার করে না।

বিজ্ঞাপন

তাদের কাছ থেকে মুজাহিদ আল হিন্দ বাংলাদেশ সাংগঠনিক ট্রেনিং ফরম উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা আনসার আল ইসলামের মতাদর্শে উদ্বুদ্ধ হয়ে মুজাহিদ আল হিন্দ বাংলাদেশ নামক লোন উলফা (একাকী শিকার) সংগঠন তৈরির জন্য সদস্য সংগ্রহ ও অর্থ সংগ্রহ করে আসছিলেন। সশরীরে এবং সামাজিক মাধ্যমে তাদের মতাদর্শে উদ্বুদ্ধদের মাঝে সারা দেশব্যাপী ফরম বিতরণ করতেন।

এসব অভিযোগে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে এ মামলা করা হয়। মামলায় বিচারিক আদালতে জামিন নামঞ্জুর হয়। এরপর শোয়াইব আহম্মদ জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।

সারাবাংলা/কেআইএফ/ইআ

জঙ্গি জামিন প্রত্যাহার

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর