Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খাবারের সন্ধানে কুড়িগ্রামের লোকালয়ে বানর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২২ ১৬:৪৭

কুড়িগ্রাম: খাবারের সন্ধানে পৌর শহরের লোকালয়ে এসে এদিক সেদিক ছোটাছুটি করছে দু’টি বানর। এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে শহরের থানা পাড়া এলাকায় এমনই চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, কুড়িগ্রাম পৌরশহরের জলিল বিড়ি মোড়, পুরাতন থানা পাড়া, সাদ্দির মোড়, কালীবাড়িসংলগ্ন এলাকার বিভিন্ন বাসা বাড়িতে ও গাছের ডালে খাবারের জন্য বানর দু’টি ঘুরে বেড়াচ্ছে।

বিজ্ঞাপন

কুড়িগ্রাম বনবিভাগ বলছে, এসব বানর ভারতের সীমান্ত এলাকা থেকে আসতে পারে। ক্ষুধার্ত বানরগুলো খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসছে। পরে বানররা সুবিধামত জায়গায় নেমে খাবারের সন্ধান করে। প্রতিনিয়তই লোকালয়ে এমন অভুক্ত বানর দেখা যায়। বাড়ির ছাদে উঠলে লোকজন খাবারও দিচ্ছে। অনেকে আবার ভয়ও পাচ্ছেন।

পুরাতন থানা পাড়ার বাসিন্দা বিপ্লব বলেন, ‘সকাল ৮টার দিক আমার বাড়ির সামনে বানরগুলোকে দেখতে পাই, এসময় আমরা কলা, আপেল, বাদাম এসব খাবার দিয়েছি। চালের উপর থেকে খাবারগুলো নিয়ে তারা খাচ্ছে।’

আরেক বাসিন্দা অর্পনা সরকার বলেন, ‘গত দুইদিন ধরে বানর দেখা যাচ্ছে। যদিও এখন পর্যন্ত কারও কোনো ক্ষতি করেনি। খাবার না পেয়ে হয়তো বনের থেকে চলে এসেছে।’

কুড়িগ্রাম বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মমিনুল ইসলাম বলেন, ‘হয়তো বানরগুলো দলছুট হয়ে ভারত থেকে ভুরুঙ্গামারীর সীমান্ত দিয়ে চলে এসেছে। তারা এরকম খাবারের সন্ধানে লোকালয়ে আসে। তাদের খাবার কিংবা ঢিল দিয়ে বিরক্ত করা যাবো না। তারা এমনিতেই আবার বনে চলে যাবে। এরপরও বানরের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এমও

খাবার লোকালয়ে বানর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর