Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট সরবরাহ আদালতে

স্টাফ করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২২ ১৮:৫৫

ফাইল ছবি

ঢাকা: ঢাকার নিম্ন আদালতে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের জন্য ৩০টি হেলমেট ও ৩০টি বুলেটপ্রুফ জ্যাকেট দেওয়া হয়েছে। পুলিশের ওপর হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গিকে ছিনিয়ে নেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ সদস্যদের জন্য এসব নিরাপত্তা সামগ্রী সবরাহ করা হলো।

মঙ্গলবার (২২ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ ও পুলিশ পরিদর্শক আব্দুল হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এখন থেকে জঙ্গিসহ চাঞ্চল্যকর মামলার আসামিদের হাজতখানা থেকে এজলাস কক্ষে আনা নেওয়ার সময় পুলিশ সদস্যরা এসব নিরাপত্তা সামগ্রী ব্যবহার করবেন।’

উল্লেখ্য, গত ২০ নভেম্বর ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে স্প্রে মেরে দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জঙ্গি আনসারুল্লাহ বাংলাটিমের সদস্য আবু সিদ্দিক সোহেল ও মইনুল হাসান শামীমকে ছিনিয়ে নেওয়া হয়। ওই ঘটনায় রাতে ২০ জঙ্গিকে আসামি করে মামলা করেন পুলিশ পরিদর্শক জুলহাস উদ্দিন আকন্দ।

সারাবাংলা/এআই/এনএস


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর