Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাব না: বামজোট

সারাবাংলা ডেস্ক
২৫ নভেম্বর ২০২২ ২১:০৩

চট্টগ্রাম ব্যুরো: বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা এসেছে চট্টগ্রামে বাম গণতান্ত্রিক জোটের এক সমাবেশে।

শুক্রবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর লালদিঘীর পাড়ে জেলা পরিষদ চত্বরে এক সমাবেশে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবি করেছেন বাম নেতারা।

সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য মানববেন্দ্র দেব বলেন, ‘প্রধানমন্ত্রী যশোরে গিয়ে জনসভায় বলেছেন জনগণকে নৌকায় ভোট দিতে। এর বিনিময়ে জনগণ যা চাইবে তার দ্বিগুণ নাকি সরকার দিবে। এর চেয়ে বড় কৌতুক গত কয়েকমাসে মনে হয় আর শুনিনি। রাতের আঁধারে ভোট চুরি করে যারা ক্ষমতায় বসেছে, তাদের কাছে এর চেয়ে বেশি আর কি আশা করব? তাই আমরা চাই না, এই সরকারের অধীনে কোনো নির্বাচন হোক। কোনো দলীয় সরকারের অধীনে আমরা আর নির্বাচন করব না। নির্বাচন দিতে হলে নির্দলীয় সরকারের অধীনে দিতে হবে।’

সমাবেশে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘দেশের চলমান সংকট থেকে বেরিয়ে আসতে হলে সকল শ্রমিক, কৃষক, ছাত্র, শিক্ষক, জনতাকে একসাথে আন্দোলনে নামতে হবে। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। না হলে এদেশের মানুষের মুক্তি নেই।’

চট্টগ্রাম জেলা সিপিবির সভাপতি অশোক সাহা বলেন, ‘গত দুইবারের নির্বাচন আমরা দেখেছি। সরকারের অধীনে যদি আবার নির্বাচন হয়, আমরা সেই নির্বাচনে অংশগ্রহণ করব না। আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখতে চাই না। আবার আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকেও ক্ষমতায় আনতে চাই না। তারাও দেশের জনগণকে নিয়ে তামাশা করবে, লুটপাট করবে, দুর্নীতি করবে। আমরা বামজোটের বিকল্প সরকার চাই।’

বামজোটের চট্টগ্রাম জেলা সম্বন্বয়ক আল কাদেরী জয়ের সভাপতিত্বে এবং জেলা বাসদের সদস্য রায়হান উদ্দিনের সঞ্চালনায় সভায় বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলার আহবায়ক শফিউদ্দিন কবির আবিদও বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর