Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘কোন বিদেশি কি বলল তা নিয়ে মাথাব্যাথা নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২২ ২১:২৯

চট্টগ্রাম ব্যুরো: কোনো বিদেশি শক্তি বাংলাদেশের সরকার পরিবর্তন করতে পারে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম সার্কিট হাউসে উত্তর, দক্ষিণ, মহানগর আওয়ামী লীগ এবং সংসদ সদস্যদের নিয়ে এক সমন্বয় সভায় তথ্যমন্ত্রী একথা বলেন। ৪ ডিসেম্বর চট্টগ্রামের পলোগ্রাউন্ড ময়দানে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্রস্তুতির অংশ হিসেবে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের ভিত্তি জনগণ। জনগণের রায় নিয়ে আওয়ামী লীগ পরপর তিনবার সরকার গঠন করেছে। কোনো বিদেশি শক্তি আমাদের ক্ষমতায় বসায়নি। কোনো বিদেশি শক্তি বাংলাদেশের সরকার পরিবর্তন করতে পারে না। বিএনপি নেতারা বিভিন্ন দূতাবাসে গিয়ে কূটনীতিকদের হাতে-পায়ে ধরে অনুরোধ করেন- আপনারা কিছু বলুন। এজন্য কেউ কেউ কোনো কোনোসময় বক্তব্য দেন। এসব মন্তব্য করার জন্য বিএনপিই তাদের উৎসাহিত করে।’

বিদেশি রাষ্ট্রদূতদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য রাখার সময় কুটনৈতিক শিষ্টাচার মেনে চলা উচিৎ মন্তব্য করে তিনি বলেন, ‘আমাদের সরকারের পক্ষ থেকে বিভিন্নসময় বিভিন্ন রাষ্ট্রদূতকে বিষয়টি স্মরণ করিয়ে দেয়া হয়েছে। এরপরও কোন বিদেশি কি বলল, কে কি করল তা নিয়ে আমাদের মাথাব্যথা নেই। আমীর খসরু সাহেবরা বিদেশিদের পদলেহন করেন, সেজন্যই বিদেশিরা কি বলল-না বলল সেটা নিয়ে তাদের এতো মাথাব্যথা।’

বিএনপি সমাবেশের নামে সারাদেশে চাঁদাাবজি করছে বলে অভিযোগ করে আওয়ামী লীগ নেতা হাছান মাহমুদ।

চট্টগ্রামে আওয়ামী লীগের জনসভা জনসমুদ্রে পরিণত হবে মন্তব্য করে তিনি বলেন, ‘যশোরে আওয়ামী লীগের জনসভা জনসমুদ্রে পরিণত হয়েছিল। চট্টগ্রামের জনসভায়ও লাখ লাখ মানুষের সমাগম হবে।’

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমন্বয় সভায় বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনও বক্তব্য রাখেন।

সমন্বয় সভায় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, সংসদ সদস্য এম এ লতিফ, মোস্তাফিজুর রহমান, মাহফুজুর রহমান মিতা, দিদারুল আলম, খাদিজাতুল আনোয়ার সনি, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, উত্তর জেলার সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান এবং দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান।

এর আগে শুক্রবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের কার্যক্রম উদ্বোধন করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের শাহ আলম বীরউত্তম মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের সভাপতি প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস সভাপতিত্ব করেন। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার এবং হার্ট ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ এতে বক্তব্য রাখেন।

সারাবাংলা/আরডি/এনইউ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর