Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নয়াপল্টন নয়, সোহরাওয়ার্দী উদ্যানেই করতে হবে সমাবেশ’

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ নভেম্বর ২০২২ ১৮:০৬

আসাদুজ্জামান খান, ফাইল ছবি

ঢাকা: বিএনপিকে রাজধানীর নয়াপল্টনে নয়, সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবে- এ প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী একথা জানান।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ঢাকা ক্লাবে আয়োজিত ‘দ্বিতীয় শেখ কামাল সার্ক স্নুকার চ্যাম্পিয়নশিপ-২০২২’ এর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘বাধ্য হয়ে সরকার কোথাও অনুমতি দেবে না। সরকার যেখানে ভালো মনে করে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বড় সমাবেশ ঢাকায় অন্য কোথাও সম্ভব নয়।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানের ভেন্যু বিএনপির পক্ষ থেকেই চাওয়া হয়েছে। ডিএমপি কমিশনার সোহরাওয়ার্দী উদ্যানই উপযুক্ত মনে করেছেন। এজন্য বিএনপিকে সেখানেই অনুমতি দেওয়া হয়েছে। আমাদের আওয়ামী লীগের কিছু দলীয় প্রোগ্রাম রয়েছে, সেগুলো শেষ হয়ে যাবে। এরপর বিএনপি সেখানে সমাবেশ করতে পারবে। এখন নতুন করে তারা (বিএনপি) কি বলছে সেটা আমরা জানি না।’

সরকার নয়াপল্টনে সমাবেশের অনুমতি দিতে বাধ্য হবে- বিএনপির এমন দাবির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের কোনো বাধ্যবাধকতা নেই। সব থেকে যেখানে ভালো হবে, সেখানেই সরকার অনুমতি দেবে। তারা পল্টনে সমাবেশ করবে এমন কোনো অফিসিয়াল অনুমতি এখনো আসেনি। বিএনপি আমাদের কাছে এসেছিল। তারা তিনটি জায়গার কথা বলেছিল। তার মধ্যে একটি ছিল সোরওয়ার্দী উদ্যান।’

বিজ্ঞাপন

সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া বিএনপি অন্য কোথাও সমাবেশ করতে পারবে কি না?- সাংবাদিকের এই প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আপনাদের কাছেই আমার জিজ্ঞাসা। এতো বড় গ্যাদারিং কোথায় করবেন তারা? বিএনপি চেয়েছিল সংসদ ভবনের সামনে, কিন্তু সংসদ ভবনের সামনে কাউকে সমাবেশের অনুমতি দেওয়া হয় না।’

সারাবাংলা/ইউজে/এনএস

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর