Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুর ডিওএইচএস থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ নভেম্বর ২০২২ ২২:৫৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে আসমা খাতুন (১৯) নামে এক গৃহকর্মীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৭ নভেম্বর) দুপুর ২টার দিকে ডিওএইচএস ১০ নম্বর রোডের আটতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বলেন, ‘দুপুরে সংবাদ পেয়ে ডিওএইচএস’র ওই বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে যাই। সেখানে গিয়ে গেস্ট রুম থেকে গৃহকর্মীর মৃতদেহটি উদ্ধার করা হয়। এ সময় সে ফ্যানের হুকের সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল।’

এসআই জানান, গৃহকর্তা মাহবুবুল আলমের বাসায় ছয় মাস ধরে গৃহপরিচারিকার কাজ করছিল সে। ছয় মাস আগে আশিকুর নামে এক ছেলেকে সে বিয়ে করে। স্বামীর সঙ্গে ঝগড়া করে গলায় ফাঁস দিয়ে আসমা আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

জানা গেছে, ওই গৃহকর্মীর গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বৈশবৈট্টা গ্রামে। তার বাবার নাম আব্দুল মোতালেব।

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ডিওএইচএস মিরপুর লাশ উদ্ধার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর