Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গতবারের চেয়ে জিপিএ-৫ বেড়েছে ৮৬ হাজার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ নভেম্বর ২০২২ ১৫:৩১

ঢাকা: চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় ৮৬ হাজার ২৬২ জন বেশি। ২০২১ সালে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন।

জানা গেছে, ২০২২ সালে মোট জিপিএ-৫ এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ২ লাখ ৩৩ হাজার ৭৬৩ জন। অন্যদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল ও কারিগরি শিক্ষাবোর্ডে) পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী।

এদিকে বরাবরের মতো এবারও জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীরা এগিয়ে রয়েছে। চলতি বছর মোট জিপিএ-৫ এর মধ্যে ১ লাখ ৪৮ হাজার ৪৪৬ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে। বিপরীতে ১ লাখ ২১ হাজার ১৫৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। অন্যদিকে ২০২১ সালে ১ লাখ ৩ হাজার ৫৭৮ জন ছাত্রী জিপিএ-৫ পেলেও বিপরীতে মাত্র ৭৯ হাজার ৭৬২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছিল।

এর আগে সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, এ বছর ৯টি সাধারণ শিক্ষাবোর্ডে ছেলেদের পাসের হারের চাইতে মেয়েদের হার বেশি। মেয়েদের পাসের হার ৮৭ দশমিক ৭১ শতাংশ, ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ১৬ শতাংশ। সব বোর্ড মিলে পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ।

অপরদিকে ৯টি সাধারণ শিক্ষা বোর্ড পাসের হার ৮৮ দশমিক ১০ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ৪২ শতাংশ, অপরদিকে ছাত্রদের পাসের হার ৮৭ দশমিক ৭৫ শতাংশ।

উল্লেখ্য, চলতি বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে ২০ লাখের বেশি শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সারাবাংলা/জিএস/ইআ

জিপিএ-৫


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর