বগুড়ায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ নভেম্বর ২০২২ ২৩:১১
২৯ নভেম্বর ২০২২ ২৩:১১
বগুড়া: বগুড়ায় বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে কাহালু উপজেলার কদমতলী এলাকায় এ ঘটনা ঘটে। বিমানে দুজন বৈমানিক ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। দুর্ঘটনার পর পরই তাদের উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, এরুলিয়া বিমানবন্দর এলাকা থেকে বিমানটি উড্ডয়ন করে। এর কিছুক্ষণ পরই মাঠের একটি আলুক্ষেতে আছড়ে পরে এটি। এ সময় বিকট শব্দ হয়। দুর্ঘটনার পর পরই বিমানবাহিনীর সদস্যরা সেখানে পৌঁছে দুজন বৈমানিককে উদ্ধার করেন।
আইএসপিআরের সহকারী পরিচালক মো. নূর ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘যান্ত্রিক ত্রুটির কারণে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (পিটি-৬) বগুড়ার এরুলিয়া বিমানবন্দরসংলগ্ন এলাকায় জরুরি অবতরণ করে। বিমানটির দুই বৈমানিক নিরাপদ ও সুস্থ আছেন।’
সারাবাংলা/পিটিএম