৬ দফা দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান কর্মসূচি
৩০ নভেম্বর ২০২২ ১৭:১৬
ঢাকা: প্রতিবন্ধী বিদ্যালয়গুলো দ্রুত জাতীয়করণসহ ছয় দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক ও কর্মচারীরা।
মঙ্গলবার (২৯ নভেম্বর) সকাল থেকে রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তিন দিনব্যাপী একই কর্মসূচি চলছে। ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’র ব্যানারে আয়োজিত এই কর্মসূচিতে সারাদেশের শিক্ষক ও কর্মচারীরা অবস্থান নিয়েছেন।
অবস্থান কর্মসূচি থেকে তার ছয় দফা দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো- ১. দ্রুততার সঙ্গে প্রতিবন্ধী বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিও প্রদান নিশ্চিত করা। ২. বিদ্যালয় কতৃপক্ষের নিয়োগের তারিখ হতে চাকরি নিয়মিত করা এবং বেতন ভাতা নিশ্চিত করা। ৩. শতভাগ আধুনিক মানসম্পন্ন প্রতিবন্ধীবান্ধব অবকাঠামো নির্মাণ সুনিশ্চিত করা। ৪. প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিশেষ শিক্ষা কারিক্যুলাম বাস্তবায়ন, একটি আধুনিক থেরাপি সেন্টার নিশ্চিত করা ও সকল শিক্ষার্থীদের মিড ডে মিলসহ শিক্ষা উপকরণ প্রদানের ব্যবস্থা করা। ৫. প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও কমপেক্ষ পাঁচ হাজার টাকা প্রতিবন্ধী ভাতা প্রদানের উদ্যোগ বাস্থবায়ন। ৬. শিক্ষা জীবন শেষে প্রত্যেকের আত্ননির্ভরশীল জীবন যাপনের ব্যবস্থা নিশ্চিত করা।
অবস্থান কর্মসূচিতে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ’র সভাপতি ইলিয়াস রাজ ও সাধারণ সম্পাদক এ.এইচ.এম সালেহ বেলালসহ সংগঠনটির নেতারা উপস্থিত আছেন। চলমান এই অবস্থান কর্মসূচি টানা তিন দিন চলবে। প্রয়োজনে এর সময়সীমা বাড়তে পারে।
সারাবাংলা/পিটিএম