Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শিশুকে নির্যাতনের ভিডিও ভাইরাল, শিক্ষকসহ গ্রেফতার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ ডিসেম্বর ২০২২ ১০:৪৪

রংপুর: জেলার পীরগঞ্জে বাইসাইকেল চোর সন্দেহে ১২ বছরের এক শিশুকে হাতপা বেঁধে নির্যাতনের একটি ভিডিও ভাইরালের পর প্রধান অভিযুক্ত এক শিক্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে ৬ জনের নাম উল্লেখসহ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা হয়েছে। মারধরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

শুক্রবার (২ ডিসেম্বর) রংপুর জেলা পুলিশের এএসপি (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান সারাবাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের নতারপাড়া গ্রামের মোকলেসার রহমান দুলার ১২ বছর বয়সী ছেলে রিফাত হোসেনকে চোর অ্যাখা দিয়ে শত শত লোকজনের উপস্থিতিতে দড়ি দিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে পেটানো হয়।

পুলিশ জানান, গত ২৩ নভেম্বর বিকেলে উপজেলার শিবপুরে আবু বক্কর সিদ্দিক সাজুর বাড়ি থেকে একটি বাইসাইকেল চুরি হয়। ওই দিন রাতে কুমেদপুর বাজার থেকে চোর সন্দেহে পার্শ্ববর্তী নতারপাড়া গ্রামের ১২ বছর বয়সী কুমেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিফাত হোসেনকে ধরে সাজুর ব্যক্তি মালিকানাধীন ইটভাটায় নিয়ে যান সাজুসহ তার সহযোগীরা। সেদিন ভয়ভীতি দেখিয়ে উপজেলার বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে নির্যাতন করে আবারও ইটভাটায় বন্দি করে রাখে তাকে। পরদিন সকালে নতারপাড়া বাজারে শত শত লোকজনের উপস্থিতিতে বাবা-মায়ের সামনেই রিফাতকে দড়ি দিয়ে হাত-পা বেঁধে নির্মমভাবে পেটায় সাজুসহ সহযোগী আনিসুল ইসলাম আলম, তাজুলসহ আরও অনেকেই। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে।

বিজ্ঞাপন

স্কুল শিক্ষার্থী রিফাত বলেন, ‘আমাকে চোর সন্দেহে অনেক মারধর করেছে। আমি সাজুসহ তার সহযোগীদের হাত-পা ধরেছি যেন আমাকে না মারে কিন্তু তারা বেধড়ক মারধর করেছে।’

বাবা মোকলেসার রহমান দুলা বলেন, ‘চোর সন্দেহে আমার ছেলে রিফাতকে হাত-পা বেঁধে ফেলে এবং লাঠি দিয়ে এলোপাতাড়ি মারপিট করেছে তারা। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলে সাইকেল বের করে দেওয়ার শর্তে জোরপূর্বক সাদা কাগজে লিখিত নিয়ে রিফাতকে আমার জিম্মায় দেওয়া হয়। এমন নির্দয় অমানবিক ব্যক্তিদের বিচার চাই।

রংপুর জেলা পুলিশের এএসপি (ডি-সার্কেল) মো. কামরুজ্জামান বলেন, ‘মারধরের বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে এলে বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে আবু বক্কর সিদ্দিক সাজু, আলম এবং তাজুলকে গ্রেফতার করা হয়। এঘটনায় শিশু নির্যাতন দমন আইনে ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও কয়েকজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।’

আবু বক্কর সিদ্দিক সাজু উপজেলার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্থানীয় এবিএস ইটভাটার মালিক।

সারাবাংলা/এমও

গ্রেফতার শিক্ষক শিশুকে নির্যাতন

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর