Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জয়পুরহাটে চলছে পরিবহন ধর্মঘট, দুর্ভোগে যাত্রীরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২২ ১৪:২১

জয়পুরহাট: তৃতীয় দিনের মতো ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট। এরই অংশ হিসেবে জয়পুরহাটেও গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) কোনো রুটে বাস ছেড়ে যায়নি। জেলার বাইরে থেকেও কোনো বাসও জেলায় প্রবেশ করেনি।

গণপরিবহন চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা পড়েছেন দুর্ভোগে। অটোরিকশা বা ছোটবাহনে অনেকে গন্তব্যে পৌঁছাচ্ছেন। তবে এজন্য গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। এছাড়া চাপ বেড়েছে ট্রেনেও।

২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংশোধন, মহাসড়কে থ্রি-হুইলার, নসিমন, করিমন, ভটভটির মতো অবৈধ যান চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক ও শ্রমিক পরিষদ বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয়।

দাবি না মানা পর্যন্ত এই ধর্মঘট চলবে বলে জানিয়েছে পরিবহন মালিক ও শ্রমিক পরিষদের নেতারা।

সারাবাংলা/এমও

জয়পুরহাট পরিবহন ধর্মঘট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর