খাগড়াছড়িতে ২০ শারীরিক প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
৩ ডিসেম্বর ২০২২ ১৬:২৬
খাগড়াছড়ি: সহজে চলাচল করার জন্য ২০ জন শারীরিক প্রতিবন্ধীকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী শারীরিক প্রতিবন্ধীদের হাতে এসব হুইল চেয়ার তুলে দেন।
জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে জেলা সমাজ সেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা শেষে হুইল চেয়ার বিতরণ করা হয়।
প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী বলেন, শারীরিক প্রতিবন্ধীরা দেশ ও জাতির বোঝা নয়। তাদেরকে মোট জনগোষ্ঠীর সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে নিতে হবে এবং তাদের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে হবে। শারীরিকসহ সকল ধরনের প্রতিবন্ধীদের উন্নয়ন ও ভবিষ্যৎ জীবন আনন্দময় ও সুখের করতে খাগড়াছড়ি জেলা পরিষদ সকল পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় জেলা সমাজসেবা কর্মকর্তা মনিরুল ইসলাম, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা পরিষদ সদস্য শাহিনা আক্তার ও দিঘীনালা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কাশেমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/ইআ