ঢাবি: বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আপনারা ঢাকা দখল করবেন, আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাব? হায় আল্লাহ, কত বড় সাহস। ঢাকা শহরে বাড়ির সামনে লেখা থাকে কুকুর থেকে সাবধান, আর জনগণ বলে বিএনপি থেকে সাবধান।’
শনিবার (৩ ডিসেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
সম্মেলনে ছাত্রলীগ নেতাকর্মীদের কাছে ওবায়দুল কাদের প্রশ্ন করেন— বিএনপিকে কেউ কি বিশ্বাস করে? উত্তরে উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা ‘না’ বলে জবাব দেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ পল্টনকে ভয় পায় না। আওয়ামী লীগ ভয় পায় আপনাদের আগুন সন্ত্রাস, লাঠি মজুত করাকে।’
ওবায়দুল কাদের বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যান ফখরুলের পছন্দ হয় না। তিনি চান পল্টন। বেগম জিয়াও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করেছেন, গত নির্বাচনেও তিনি সমাবেশ করেছেন। ফখরুলের কেন পছন্দ হয় না? ধরা পড়ে গেছেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিশ্বাস আপনাদের কাছে নেই।’
পরিবহন মালিক সমিতির নেতাদের গাড়ি বন্ধ না করার অনুরোধ করেছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘শুনলাম বিএনপির নেতাকর্মীরা বিছানা, বালিশ শীতের কম্বলসহ মশার কয়েল নিয়ে তাঁবু পেতেছেন। এত আগে আসার কি দরকার? আমি পরিবহন মালিক সমিতির নেতাদের অনুরোধ করেছি তারা যেন গাড়ি বন্ধ না করে। তারাও বলেছে গাড়ি বন্ধ করবেন না।’
এসময় সংবিধান পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার গঠনের কোনো সুযোগ নেই বলে জানান ওবায়দুল কাদের।
দুপুর তিনটার দিকে শুরু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।