চিলিতে ভূমিধসে নিহত ৫, নিখোঁজ ১৫
১৭ ডিসেম্বর ২০১৭ ১২:২২
সারাবাংলা ডেস্ক
চিলির দক্ষিণাঞ্চলে অতি বৃষ্টির কারণে ভূমিধসের ঘটনা ঘটেছে। ঘটনায় অন্তত ৫ জন নিহত হয়েছে এবং নিখোঁজ রয়েছেন ১৫ জন।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ভোরে দেশটির হ্রদ এলাকার প্রত্যন্ত গ্রাম ভিলা সান্তা লুসিয়ায় ভূমিধসের ঘটনা ঘটে।
কর্তৃপক্ষ জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন চিলির নাগরিক ও একজন পর্যটক। তবে পর্যটকের নাম ও তিনি কোনো দেশের নাগরিক তা জানানো হয়নি।
ভূমিধসের ফলে বেশকিছু স্কুল, ঘরবাড়ি এবং বেশ কিছু ভোটকেন্দ্র ধ্বংস হয়ে গেছে। উদ্ধারকর্মীরা উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
প্রেসিডেন্ট মিশেল বাশেলেত ইতোমধ্যে দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে।
তিনি বলেন, ভিলা সান্তা লুসিয়া গ্রামবাসীদের রক্ষার জন্য সব ধরনের চেষ্টা চালাতে উদ্ধারকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
ভূমিধসের আগে দেশটিতে প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। রোববার চিলির প্রেসিডেন্ট নির্বাচনের রান-অফ ভোট হওয়ার কথা। এর একদিন আগেই এমন ঘটনা ঘটলো।
সারাবাংলা/ এমএইচটি/জিআ