করোনায় মৃত্যু ১, শনাক্ত ২৬
৫ ডিসেম্বর ২০২২ ১৬:৫৩
ঢাকা: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়ে একজন মারা গেছেন। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৩৫ জনে দাঁড়িয়েছে। এদিকে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছেন ২৬ জন নতুন রোগী।
সোমবার (৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাভাইরাস বিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে জানানো হয় দেশে ৮৮৩ ল্যাবে করোনার নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৬১টি, জিন এক্সপার্ট ল্যাব ৫৭টি ও র্যাপিড অ্যান্টিজেন ল্যাব ৬৬৫টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২ হাজার ৭০৬টি। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ২ হাজার ৭০৬টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ কোটি ৫১ লাখ ৮ হাজার ৮৮০টি।
নমুনা পরীক্ষার বিপরীতে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২৬ জন। সংক্রমিতদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৬ হাজার ১৭৮ জন।
গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। ফলে মৃত্যুর সংখ্যা বেড়ে ২৯ হাজার ৪৩৫ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৯৬ শতাংশ। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৮ শতাংশ। সংক্রমিত রোগীদের মধ্যে সুস্থতার হার ৯৭ দশমিক ৫২ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
দেশে এ পর্যন্ত পুরুষ রোগী মারা গেছেন ১৮ হাজার ৭৮৫ জন, নারী রোগী মারা গেছেন ১০ হাজার ৬৫০ জন। এ পর্যন্ত পুরুষ রোগীর মৃত্যুর হার ৬৩ দশমিক ৮২ শতাংশ, নারী রোগী মৃত্যুর হার ৩৬ দশমিক ১৮ শতাংশ।
সারাবাংলা/ইআ