Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘যারা আন্দোলনে হারে তারা নির্বাচনে জয়ী হতে পারে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ ডিসেম্বর ২০২২ ২০:৫৮

চুয়াডাঙ্গা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেছেন, বাংলাদেশে যারা আন্দোলনে হারে তারা নির্বাচনে জয়ী হতে পারে না। কত হাঁক ডাক। বিজয় মিছিল হবে ১০ তারিখে। ১০ তারিখ তো চলে গেল। আতঙ্ক সৃষ্টি করা হলো। বিআরটিসি বাস পোড়ানো হলো। নয়াপল্টনে শত শত চালের বস্তার সঙ্গে পাওয়া গেল বিস্ফোরক। সব কিছু অচল করে দিল। এখন তারা নিজেরাই অচল। ১০ দফা বাদে কিছু দেখলাম না।

সোমবার (১২ ডিসেম্বর) চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বিজ্ঞাপন

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পুরানো কথা, পুরানো গল্প, পুরানো দাবি, নতুন করে নাটক। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মৃত ঘোষণা করেছে। আপনারা ব্যার্থ চেষ্টা করছেন। তবে আপনাদের ১০ দফা খতিয়ে দেখা হচ্ছে। সাতজন সংসদ সদস্য চলে গেল। ভুল করল। পার্লামেন্টকে এভাবে বয়কট করা কত বড় ভুল তা অচিরেই টের পাবেন।’

এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্লাহ। জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম।

এছাড়াও সম্মেলনে বক্তৃতা করেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন, এমপি, কার্যনির্বাহী কমিটির সদস্য পারভীন জামান কল্পনা, কার্যনির্বাহী কমিটির সদস্য গ্লোরিয়া সরকার ঝর্ণা, এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আজগার টগর ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু।

বিজ্ঞাপন

এদিকে, সম্মেলনের দিন সকাল ৮টার দিকে সম্মেলনস্থলের পেছনে দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেই কথা কাটাকাটি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। ওই সময় চেয়ার ছোঁড়াছুঁড়ি শুরু হলে সেটা ঠেকাতে গিয়ে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক আঘাত পান।

উল্লেখ্য, ২০১৫ সালের ২ ডিসেম্বর টাউন ফুটবল মাঠে জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল।

সারাবাংলা/পিটিএম

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর