শহিদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা বিএনপির
১৩ ডিসেম্বর ২০২২ ২০:৫১
ঢাকা: ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
কর্মসূচির মধ্যে রয়েছে— ১৪ ডিসেম্বর সকাল ৮টায় মিরপুর শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। এতে দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। দুপুর ২টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সকাল ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ, সকাল ১০টায় চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ। ওইদিন বিকাল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিজয় র্যালি।
এদিকে ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের কর্মসূচি পালনে প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা রেঞ্জের ডিআইজি, ঢাকা জেলা প্রশাসক এবং শেরেবাংলা নগর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দিয়েছেন খালেদা জিয়ার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
সারাবাংলা/এজেড/এনএস