Thursday 06 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ ডিসেম্বর ২০২২ ১৩:২৭ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৭:১৮

ঢাকা: শহিদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর মিরপুরের শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের হাজারো মানুষ শ্রদ্ধা জানিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছেন।

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য বুদ্ধিজীবি স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেওয়া হয়।

এদিন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহিদদের শ্রদ্ধা জানাতে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রাঙ্গণে হাজারো মানুষের উপস্থিত লক্ষ্য করা যায়। এদিন দুপুর পর্যন্ত বিভিন্ন সংগঠনের ব্যানারে শ্রদ্ধা নিবেদন অব্যাহত থাকে।

শহিদ বুদ্ধিজীবী দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে। পাশাপাশি ১৯৭১ সালের ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যাকাণ্ডের বিভিন্ন ছবি প্রদর্শন করা হয়।

সারাবাংলা/কেআইএফ/ইআ

মানুষের শ্রদ্ধা শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ

বিজ্ঞাপন

১৭ মে আইএসপিএবি’র ভোট
৬ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৪

আরো

সম্পর্কিত খবর