Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিরঝিল থেকে অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
২০ ডিসেম্বর ২০২২ ১৪:০৯

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে ৩০ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিএফডিসি গেটের বিপরীত পাশের রাস্তা সংলগ্ন ফুটপাত থেকে ওই মৃতদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) রহমতউল্লাহ রনি এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, মঙ্গলবার সকাল খবর পেয়ে বিএফডিসি গেটের বিপরীত পাশের ফুটপাত থেকে ওই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

এসআই রহমতউল্লাহ রনি আরও জানান, মৃত যুবকের পরনে কালো জ্যাকেট এবং খয়েরি রঙের ফুল প্যান্ট ছিল। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় শনাক্ত করা যায়নি। সিআইডির ক্রাইমসিনের সদস্যদের সাহায্যে মৃতের পরিচয় জানার চেষ্টা চলছে। ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিল বলে ধারণা করা হচ্ছে। অসুস্থতা জনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সারাবাংলা/এসএসআর/এনএস

যুবকের মৃতদেহ উদ্ধার হাতিরঝিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর