দেড় ঘণ্টার জীবন নিয়ে এসেছিল ৬ শিশু
২০ ডিসেম্বর ২০২২ ২৩:৫৮
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একসঙ্গে জন্ম নেওয়া ছয় শিশু মারা গেছে। জন্ম নেওয়ার মাত্র দেড় ঘণ্টার মধ্যেই তাদের মৃত্যু হয়।
মঙ্গলবার(২০ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার নাজিরহাট বেসরকারি সেবা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে জন্ম নেয় ছয় শিশু।
ছয় নবজাতকের বাবার নাম জাহাঙ্গীর আলম। মায়ের নাম তসলিমা আক্তার। তারা নাজিরহাট পৌরসভাধীন ৪ নম্বর ওয়ার্ডের দুলার বাপের বাড়ির বাসিন্দা।
হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুরে হাসপাতালে ভর্তি হন ওই নারী। সন্ধ্যায় নরমাল ডেলিভারির মাধ্যেমে ছয় নবজাতক জম্ম নেয়, যার মধ্যে চার ছেলে ও দুই মেয়ে ছিল। জম্ম নেওয়ার দেড় ঘণ্টা পরেই তারা মারা যায়।
জানতে চাইলে হাসপাতালের দায়িত্বরত আবাসিক গাইনি চিকিৎসক ফাতেমা তুজ জোহরা সারাবাংলাকে বলেন, ‘আমার কাছে যখন ওই নারী এসেছিলেন তখন তার ১৩ সপ্তাহ চলছিল। নিয়মিত আমার চেকআপেই ছিলেন তিনি। বাচ্চাগুলো জম্ম নেওয়ার সময় তাদের বয়স ছিল মাত্র ছয় মাস। তাই তারা দুর্বল ছিল। তবুও প্রাণপণে চেষ্টা করেছি তাদের বাঁচাতে। কিন্তু পারিনি। তবে তাদের মা সুস্থ আছেন।’
সারাবাংলা/আইসি/পিটিএম