কারওয়ান বাজারে মাছ এনে বিপত্তিতে ব্যবসায়ী
২৪ ডিসেম্বর ২০২২ ১৬:২৫
ঢাকা: বেশি দাম পাবেন ভেবে জেলের জালে ধরা পড়া বাঘাইড় মাছ বিক্রি করতে এনেছিলেন রাজধানীর কারওয়ান বাজারে। কে জানে ঢাকায় মাছ আনাটাই তার কাল হয়ে দাঁড়াবে। অথচ তিনি অনায়াশেই মাছটি গ্রামেই বিক্রি করতে পারতেন। ৩০ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান ও মৎস্য অধিদফতরের যৌথ অভিযানকালে এই অর্থদণ্ড দেন। তবে তাৎক্ষণিকভাবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ও পরিচয় পাওয়া যায়নি।
র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, কারওয়ান বাজারের মাছের আড়তে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ (ঢাকা) যৌথভাবে অভিযান চালানো হয়। আগে থেকেই অভিযোগ ছিল এখানে বিলুপ্ত প্রাণীদের এনে বেশি দামে বিক্রি করা হয়। অভিযানে এক মাছ ব্যবসায়ীকে বাঘাইড় মাছ বিক্রির জন্য বাজারে তোলায় ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি বলেন, ওই ব্যবসায়ী বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তাই তাকে দণ্ড ধারা ৩৯ অনুযায়ী, ২৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই আড়ত থেকে জেলিযুক্ত নিষিদ্ধ ১০০ কেজি চিংড়ি ও ২০০ কেজি জাটকা জব্দ করে জরিমানা করা হয়।
মহাবিপন্ন বাঘাইড় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর তফসিল ২ অন্তর্ভুক্ত একটি সংরক্ষিত প্রাণী।
তবে মাছ ব্যবসায়ীদের দাবি, বাঘাইড়কে একটি মাছ হিসেবেই জানে সবাই। নদীতে বাঘাইড় ধরা পড়লে গ্রামেই তা কেটে বিক্রি করা হয়ে থাকে। একটু বেশি দামে বিক্রি করতে ঢাকায় আনা হয়েছে। এর আগেও কারওয়ান বাজারে এই মাছ বিক্রি হয়েছে। সেদিন কোনো অভিযান ছিল না। আর তারা জানতেনই না যে, এই মাছ বিক্রি করা যাবে না।
এ বিষয়ে জানতে চাইলে র্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘কারওয়ান বাজারে র্যাবের একটি অভিযান হয়েছে। বিস্তারিত তথ্য আসলে পাঠানো হবে।’
সারাবাংলা/ইউজে/এনএস