কাল বড়দিন, রাজধানীর চার্চে চার্চে চলছে প্রস্তুতি
২৪ ডিসেম্বর ২০২২ ১৮:১৪
ঢাকা: রাত পোহালেই শুভ বড়দিন। খ্রিস্টান ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। দিনটি উদযাপনে রাজধানীর প্রতিটি চার্চ সাজানো হয়েছে বর্ণিল সাজে। আলোকসজ্জা, গোশালা তৈরি, ক্রিসমাস ট্রি সাজানোসহ নানা প্রস্তুতিতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সর্বত্র। টানা প্রায় তিন বছর পর অনেকটা বড় পরিসরেই এবার যিশু খ্রিস্ট্রের জন্মদিন পালিত হচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শনিবার (২৪ ডিসেম্বর) রাজধানীর কাঁকরাইল চার্চে গিয়ে দেখা গেছে বড়দিন পালনের সকল প্রস্তুতি প্রায় শেষ। বড়দিন উপলক্ষে সকল মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন আর্চ বিশপ বিজয় এন ডি।
এ বিষয়ে আর্চ বিশপ বিজয় এন ডি সারাবাংলাকে বলেন, ‘যিশুর বয়স যখন ত্রিশ বছর তখন সূর্যের আলো ও বৃষ্টি যেমন বর্ষিত হয়, তেমনি ঈশ্বরের ভালবাসা সকলের প্রতি বর্ষিত হয়। ঈশ্বর বলেছেন, আমরা মানুষের সেবা করতে পৃথিবীতে এসেছি। যিশু বলেছেন, পাপীকে নয় পাপকে ঘৃনা করও। তিনি সব ধরনের মানুষের সঙ্গে মিশেছেন। তিনি মৃত মানুষকে জীবন দান করেছিলেন। তিনি পৃথিবীতে স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’
তিনি আরও বলেন, ‘যিশুর দর্শন— আমরা যেন সত্য ন্যায়ের পথে জীবনযাপন করি, যেন একে অপরকে ভালবাসি, সেবা করি। তিনি শিখিয়েছেন— আমি সেবা পেতে নই, সেবা করতে পৃথিবীতে এসেছি। তিনি অন্ধকে দৃষ্টি দিয়েছেন, প্রতিবন্ধীর হাঁটার পথ তৈরি করেছেন। বলেন, ধর্ম মানুষের কল্যানের জন্য। তিনি আমাদের মুক্তি দাতা। যে ব্যক্তি তাকে বিশ্বাস করে তার কখনো বিনাশ হবে না। যিশু ছিলেন একজন সার্বজনীন ও অসাম্প্রদায়িক ব্যক্তি। তিনি সবার কল্যাণ ও মঙ্গল করেছেন। তিনি বুঝিয়েছেন ঈশ্বর সকলের।’
‘রাজধানীর ১০টা চার্চে ৩০ থেকে ৪০ হাজার মানুষ খ্রিস্টযজ্ঞে অংশ নেবেন বলে মনে করি। অনেক চার্চে বিকালে হাজারও মানুষ আসে যারা নানা ধর্মের। আমরা মনে করি এতে একটা সম্প্রীতির বন্ধন তৈরি হয়’— বলেন আর্চ বিশপ বিজয়।
বড়দিনকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তার বিষয়ে প্রশাসন আমাদের ডেকেছিলেন। তারা নিরাপত্তা দেওয়ার কথা বলেছেন। আমরা প্রস্তুতি নিচ্ছি এবং সতর্ক আছি। পুলিশসহ নিজেদের ভলান্টিয়ারও নিরাপত্তায় কাজ করবে। আমাদের কোনো শঙ্কা নেই। প্রশাসন সজাগ।’
এদিকে বড়দিন উপলক্ষ্যে রাজধানীর প্রতিটি চার্চ বর্ণিল সাজে সজ্জিত করা হয়েছে।
সারাবাংলা/জেআর/এনএস