Thursday 17 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বেনাপোলে জমিসংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নিহত ১

লোকাল করেসপন্ডেন্ট
২৫ ডিসেম্বর ২০২২ ০০:৩৬

বেনাপোল: যশোরের শার্শা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দা’র কোপে মিজানুর রহমান (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) বেনাপোল পোর্ট থানাধীন রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মিজানুর রহমান শনিবার (২৪ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থান মারা যান।

নিহত মিজানুর রহমান বেনাপোল পোর্টথানার রাজাপুর গ্রামের আল বাহার এর ছেলে। আটক আসামি বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙা গ্রামের সন্তোষের ছেলে মো. সাইফুল ইসলাম (৫০)।

স্থানীয়দের বরাত দিয়ে বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন ভুইয়া জানান, খড়িডাঙ্গা গ্রামের সাহেব আলীর জমি বর্গা চাষ করতেন ভিকটিম মিজানুর রহমান। ভিকটিমের বর্গা চাষকৃত জমির পাশেই আসামি সাইফুলের জমি। ওই জমি নিয়ে বিরোধের জেরে গাছি দা দিয়ে সাইফুল তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে মিজানুর রহমানকে স্থানীয় লোকজন প্রথমে যশোরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভর্তি করে। কিন্তু সেখানে অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসকরা। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ ডিসেম্বর) তার মৃত্যু হয়।

পোর্ট থানার ওসি কামাল উদ্দিন ভুইয়া বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ওই ঘটনার মূল আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’

সারাবাংলা/পিটিএম

বেনাপোল

বিজ্ঞাপন

কবরী: স্মৃতিতে ‘মিষ্টি মেয়ে’
১৭ এপ্রিল ২০২৫ ১৬:৪২

আরো

সম্পর্কিত খবর