Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চেচিয়াংয়ে দৈনিক ১০ লাখ মানুষ করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৫ ডিসেম্বর ২০২২ ১৮:১২

চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ব্যাপক হারে বাড়ছে। দেশটির চেচিয়াং প্রদেশে দিনে ১০ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সাংহাই প্রদেশের পার্শ্ববর্তী প্রদেশটি ভারী শিল্পের জন্য পরিচিত।

রোববার (২৫ ডিসেম্বর) চীনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সতর্ক করে জানিয়েছে, নববর্ষের সময় চেচিয়াং প্রদেশে দৈনিক ২০ লাখ মানুষ করোনা আক্রান্ত হতে পারেন। বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞাপন

চীনে করোনার বিস্তার ঠেকাতে এতদিন কঠোর বিধিনেষধ চলছিল। শূন্য কোভিড নীতির কারণে চীনের অর্থনীতিও ঝুঁকিতে পড়েছে। সম্প্রতি বিধিনিষেধ শিথিল করেছে চীন সরকার। এর পরপরই দেশটিতে করোনার প্রাদুর্ভাব সুনামির মতো বাড়ছে।

কিছুদিন আগে থেকে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) উপসর্গহীন রোগীর তালিকা প্রকাশ বন্ধ করে দেয়। এতে দেশটিতে করোনা আক্রান্তের প্রকৃত অবস্থা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়।

সারাবাংলা/আইই

করোনাভাইরাস টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দু’দিনে ভারতে ৯৯ টন ইলিশ রফতানি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৪

সম্পর্কিত খবর