Saturday 14 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আওয়ামী লীগ সভাপতিকে শুভেচ্ছা জানালেন স্পিকার ও চিফ হুইপ

সিনিয়র করেসপন্ডেন্ট
২৬ ডিসেম্বর ২০২২ ২৩:১১

ঢাকা: ১০ম বারের মতো আওয়ামী লীগ সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং চিফ হুই নুর ই আলম চৌধুরী লিটন। এ সময় জাতীয় সংসদের হুইপরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে এই ফুলেল শুভেচ্ছা বিনিময় হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, হুইপ আতিকুর রহমান, ইকবালুর রহিম, মাহবুব আরা বেগম গিনি, সামশুল হক চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ, হুইপ ইকবালুর রহিম।

বিজ্ঞাপন

এর আগে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে গণভবনে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া নবনির্বাচিত আওয়ামী লীগ সভাপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীর এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহ উদ্দিন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহসহ কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার ২৪ ডিসেম্বর ২২তম জাতীয় কাউন্সিলের মধ্য দিয়ে টানা ১০ম বারের মতো আওয়ামী লীগ সভাপতি হিসেবে নির্বাচিত হন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। আর তৃতীয় বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সারাবাংলা/এনআর/পিটিএম

চিফ হুইপ প্রধানমন্ত্রী স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর