Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মির্জা আব্বাস ও আফরোজা আব্বাসের বিরুদ্ধে দুদকের চার্জশিট

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ডিসেম্বর ২০২২ ১৫:০২

ঢাকা: সাবেক মন্ত্রী ও ঢাকার সাবেক মেয়র বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে কমিশনের সচিব মো. মাহবুব হোসেন এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করে বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিশন সূত্রে জানা যায়, আফরোজা আব্বাস একজন গৃহিণী। কিন্তু তার স্বামী মির্জা আব্বাস বিভিন্ন খাতের টাকা স্ত্রীর নামে হস্তান্তর করেছেন। আফরোজা আব্বাস নিজেকে একজন হস্তশিল্প ব্যবসায়ী হিসেবে আয়কর নথিতে উল্লেখ করলেও তার নিজের আয়ের কোনো বৈধ উৎস নেই।

এদিকে দুদকের তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৯১ সালের আগে মির্জা আব্বাসের উল্লেখযোগ্য কোনো আয় ছিল না। তিনি ঢাকা সিটি করপোরেশনের মেয়র ও পরে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী হওয়ার সুবাদে অর্থ অর্জন করেন। এরপর স্বামীর যোগসাজশে আফরোজা আব্বাস ২০ কোটি ৭৬ লাখ ৯২ হাজার টাকার সম্পদ অবৈধ পন্থায় অর্জন করেছেন।

সারাবাংলা/এসজে/এমও

দুদক দুর্নীতি দমন কমিশন মির্জা আব্বাস

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর