ইউক্রেনে শতাধিক মিসাইল দিয়ে রাশিয়ার হামলা
২৯ ডিসেম্বর ২০২২ ১৭:১০
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। এদিন সকালে ইউক্রেনের একাধিক শহরে শতাধিক রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে।
ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মাইখাইলো পোদোলিয়াক বলেছেন, বেসামরিক অবকাঠামোতে ১২০টিরও বেশি রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
কিয়েভের মেয়র ভিটালি ক্লিটশচকো জানিয়েছেন, ১৪ বছর বয়সী এক মেয়ে সহ তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইউক্রেনের খারখিভ, ওদেসা, লাভিভ এবং ঝিতোমির শহরেও রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওদেসার আঞ্চলিক নেতা ম্যাকসিম মারচেঙ্কো জানিয়েছেন, তার প্রদেশে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।
ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, বিভিন্ন দিক থেকে এয়ার এবং সমুদ্র থেকে ক্রুজ মিসাইল দিয়ে ইউক্রেনে আক্রমণ করেছে রাশিয়া। এছাড়া বেশ কয়েকটি কামিকাজে ড্রোনও ইউক্রেনে হামলা চালিয়েছে। উল্লেখ্য, কামিকাজে ড্রোন ইরানের তৈরি ড্রোন।
কিয়েভের মেয়র ক্লিটশচকো জানিয়েছেন, ইউক্রেনের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিয়েভে রাশিয়ার ১৬টি মিসাইল আকাশে ধ্বংস করেছে। দক্ষিণাঞ্চলের মিকোলিয়াভ অঞ্চলের নেতা ভিটালি কিম জানিয়েছেন, তার এলাকায় মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা পাঁচটি রুশ মিসাইল আকাশে ধ্বংস করেছে। ওদেসা অঞ্চলের নেতা মারচেঙ্কো জানিয়েছেন, তার প্রদেশে ২১টি রুশ মিসাইল আকাশে ধ্বংস করেছে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা।
সারাবাংলা/আইই