Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের নিরঙ্কুশ জয়

ঢাবি করেসপন্ডেন্ট
২৯ ডিসেম্বর ২০২২ ১৯:৪২

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে ১৫টি পদের ১৪টিতেই জয় পেয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল।

নির্বাচনে নীল দলের প্যানেল থেকে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূঁইয়া এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ক্লাব ভবনে ভোটগ্রহণ চলে। বিকেল ৫টার দিকে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচনের কমিশনার ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার।

৮১৯ ভোট পেয়ে সভাপতি পদে জয়ী নীল দলের অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়ার নিকট প্রতিদ্বন্দ্বী সাদা দলের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পেয়েছেন ৩৮৪ ভোট। সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করা সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন পেয়েছেন ১৩২ ভোট।

সাধারণ সম্পাদক পদে বিজয়ী অধ্যাপক ড. জিনাত হুদা পেয়েছেন ৭১২ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাদা দলের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান পেয়েছেন ৫৮১ভোট।

নির্বাচনে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের প্যানেল সাদা দল থেকে কেবল সহ-সভাপতি পদে জয় পেয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. লুৎফর রহমান। অধ্যাপক লুৎফর রহমান পেয়েছেন ৬৭৯ ভোট; তার নিকট প্রতিদ্বন্দ্বী নীল দলের অধ্যাপক ড. লাফিফা জামাল পেয়েছেন ৬৩২ ভোট।

এছাড়া কোষাধ্যক্ষ পদে মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মাসুদুর রহমান এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবু খালেদ মো. খাদেমুল হক নীল দল থেকে নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞাপন

১০টি সাধারণ সদস্য পদে ১০জনই নীল দল থেকে নির্বাচিত হয়েছেন। তারা হলেন— টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. এ জেএম শফিউল আলম ভূইয়া, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কে এম সাইফুল ইসলাম খান, গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্র নাথ পোদ্দার, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. আমজাদ আলী, রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ড. কামরুল হাসান, ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান, ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক মোহাম্মদ আলী আক্কাছ, ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. মো মাকসুদূর রহমান, জিন প্রকৌশল ও জৈবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. শরীফ আখতারুজ্জামান এবং প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড শারমিন মুসা।

সারাবাংলা/আরআইআর/আইই

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি

বিজ্ঞাপন

ড. ইউনূসের ৬ মামলা বাতিল
২১ নভেম্বর ২০২৪ ১৩:৩১

আরো

সম্পর্কিত খবর