Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শান্তিনগরে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২২ ১৩:১৮

ঢাকা: রাজধানীর শান্তিনগরের একটি বাসায় ইফতিয়াক মাহমুদ সাফি (২১) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ইম্পেরিয়াল কলেজের শিক্ষার্থী ছিলেন।

শুক্রবার (৩০ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। রাত ১১টার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

মৃত সাফি পরিবারের সঙ্গে শান্তিনগর স্কাইভিউ এপার্টমেন্টের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে থাকতেন। সাফি ইম্পেরিয়াল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। বর্তমানে বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছিলেন। দুই ভাই ও এক বোনের মাঝে সাফি ছিল দ্বিতীয়।

মৃত সাফির বাবা মো. গোলাম ফারুক রানা জানান, শুক্রবার রাতে তাকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করে কোন সাড়াশব্দ পাওয়া যায় না। তখন তাদের সন্দেহ হয়। পরে রুমের দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখা যায়, গলায় মাফলার পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস লাগিয়ে ঝুলে আছে সাফি। সাথে সাথে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়।

তবে কি কারণে সাফি আত্মহত্যা করেছে তা জানাতে পারেনি পরিবার।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, রাতে শান্তিনগর থেকে এক শিক্ষার্থীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়। পরিবারের দাবি, সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এমও

আত্মহত্যা কলেজ শিক্ষার্থী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর