ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
২ নভেম্বর ২০২৪ ২০:২৫ | আপডেট: ২ নভেম্বর ২০২৪ ২০:৩৮
ঢাকা: নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাকের ধাক্কায় নিহন তালুকদার (২০) নামে মোটরসাইকেল আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বন্ধু কাব্য (১৯)।
শনিবার (২ নভেম্বর) বিকেলে সাইনবোর্ড এলাকার প্রো অ্যাকটিভ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিহন চাঁদপুর সদর উপজেলার ব্যবসায়ী হিরন তালুকদারের ছেলে। যাত্রাবাড়ী বিবিরবাগিচা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন নিহন। সে এবার সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে।
তার বন্ধু রাসেল ও শিবলু জানান, বিকেলে কাব্য ও নিহন মোটরসাইকেল নিয়ে মেঘনা ব্রিজ এলাকায় ঘুরতে গেলে একটি ট্রাকের ধাক্কায় ছিটকে পড়ে। এতে কাব্য ও নিহন আহত হয়। গুরুতর আহত নিহনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত কাব্য স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সাইনবোর্ড এলাকা থেকে ওই শিক্ষার্থীকে স্বজনরা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
সারাবাংলা/এসএসআর/এসআর
আরোহী নিহত কলেজ শিক্ষার্থী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল সড়ক দুর্ঘটনা