Wednesday 12 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা, সাধারণ সম্পাদক শ্যামল

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২২ ২০:১৮ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ ২২:৪৮

ঢাকা: দ্বিতীয় মেয়াদে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শ্যামল দত্ত। দু’জনই আওয়ামী লীগ সমর্থিত মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম প্যানেলের হয়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২২-২৩ পরিচালনা কমিশন। সভাপতি পদে ফরিদা ইয়াসমিন সর্বোচ্চ ৫৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দিন সবুজ পেয়েছেন ৪০১ ভোট।

বিজ্ঞাপন

সাধারণ সম্পাদক পদে শ্যামল দত্ত সর্বোচ্চ ৪৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী ইলিয়াস খান পেয়েছেন ৪৭৪ ভোট।

সিনিয়র সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ (৫৫৯ ভোট)। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন রেজোয়ানুল হক রাজা (৫৮৩ ভোট)। যুগ্ম সম্পাদকের দু’টি পদে নির্বাচিত হয়েছেন আইয়ুব ভুঁইয়া (৫৪০ ভোট) এবং মো. আশরাফ আলী (৪৯১ ভোট)। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন শাহেদ চৌধুরী (৫৭৬ ভোট)।

জাতীয় প্রেস ক্লাব ২০২২-২৩ ব্যবস্থাপনা কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন, ফরিদ হোসেন (৪৯৫ ভোট), কাজী রওনক হোসেন (৪২২ ভোট), শাহনাজ সিদ্দীকি সোমা (৩৯০ ভোট), কল্যাণ সাহা (৩৮২ ভোট), শাহনাজ বেগম পলি (৩৬০ ভোট), সৈয়দ আবদাল আহমদ (৩৪৭ ভোট), মোহাম্মদ মোমিন হোসেন (৩৩০ ভোট), বখতিয়ার রানা (৩৩০ ভোট), জুলহাস আলম (৩০০ ভোট), সীমান্ত খোকন (২৮৯ ভোট)।

এর আগে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।

সূত্রে জানা যায়, বিকেল পাঁচটা পর্যন্ত ৯৮২ জন ভোট দিয়েছেন। প্রেস ক্লাবের বর্তমান ভোটার ১০০২ জন।

বিজ্ঞাপন

জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাব নির্বাচন পরিচালনা করেন আট সদস্যবিশিষ্ট কমিশন। কমিশনের সদস্যরা হলেন- জাফর ইকবাল, এস এ এম শওকত হোসেন, মিনার মনসুর, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী, মো. মনিরুজ্জামান এবং নবনীতা চৌধুরী।

জাতীয় প্রেস ক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দু’টি প্যানেল ছিল।
ফরিদা-ফারুক পরিষদ এবং সবুজ-ইলিয়াস পরিষদ। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন এ নির্বাচনে।

সারাবাংলা/আরএফ/আইই

টপ নিউজ প্রেস ক্লাব

বিজ্ঞাপন

স্থপতি লাইলুন নাহার একরাম আর নেই
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:০১

নরসিংদীতে মিল শ্রমিকের মরদেহ উদ্ধার
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৩৬

পুলিশ একাডেমি থেকে এসপি ইমন আটক
১২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৩

আরো

সম্পর্কিত খবর