Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ডিজিটাল থেকে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে যাচ্ছি’

সারাবাংলা ডেস্ক
৩ জানুয়ারি ২০২৩ ২১:২৫

চট্টগ্রাম ব্যুরো : প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাশিত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর এনায়েত বাজারের গোয়ালপাড়া এলাকায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপমন্ত্রী এ আহ্বান জানান। প্রয়াত রাজনীতিক এবিএম মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর নিলু নাগ এ আয়োজন করেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সাংসদ ও উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের উদ্যোগ নিয়েছেন। ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা ধাপে ধাপে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। মেট্রোরেল, টানেল, স্যাটেলাইটসহ তথ্যপ্রযুক্তির নানা অগ্রগতির মধ্য দিয়ে সেই উদ্যোগ এখন দৃশ্যমান। সবার প্রতি আহ্বান, শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামী সংসদ নির্বাচনে যেন নৌকার বিজয় সুনিশ্চিত করি।’

গরিব-অসহায় মানুষকে যার যার অবস্থান থেকে শীতবস্ত্র দিয়ে সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান উপমন্ত্রী নওফেল।

সাবেক ছাত্রলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরীর সঞ্চলনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগের সহ সভাপতি ইব্রাহিম চৌধুরী হোসেন চৌধুরী বাবুল, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, সাবেক যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর, এনায়েত বাজার ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মানিক ঘোষ, বিপু ঘোষ বিলু, রিটু দাশ বাবলু, নগর শ্রমিক লীগ নেতা জসিম উদ্দিন, সুজিত ঘোষ, দিপু নাথ, রতন ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা আশিকুন্নবী চৌধুরী, চট্টগ্রাম কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, আনোয়ার পলাশ ও শুভ দত্ত।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

ডিজিটাল বাংলাদেশ নওফেল শিক্ষা উপমন্ত্রী স্মার্ট বাংলাদেশ

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর