Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাংলাদেশ নিয়ে বিদেশিদের জ্ঞান সীমিত, তাই সুপারিশ আহাম্মকের মতো’

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জানুয়ারি ২০২৩ ২০:০৯

ফাইল ছবি

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিদের জ্ঞান খুবই সীমিত। বাংলাদেশ সম্পর্কে সবচেয়ে ভালো জ্ঞান রাখে বাঙালিরা। বিদেশিরা যখন মাঝে-মধ্যে সুপারিশ দেয়, তখন সেগুলো আহাম্মকের মতো মনে হয়। কারণ, এই দেশ হচ্ছে পৃথিবীর অন্যতম দেশ, যেখানে আমরা ডেমোক্রেসির (গণতন্ত্র) জন্য, মানবাধিকার, মানুষের ডিগনেটির (মর্যাদা) জন্য রক্ত দিয়েছি।

বুধবার (৪ জানুয়ারি) সিলেটের সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত কমিউনিটি ক্লিনিক–বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিজ্ঞাপন

ড. আব্দুল মোমেন বলেন, ‘৩০ লাখ লোক রক্ত দিয়েছে কিসের জন্য? গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচারকে প্রতিষ্ঠিত করার জন্য। দুনিয়ার আর কোথাও ৩০ লাখ লোক রক্ত দেয়নি। তারপরও তারা আসছে আমাদের বোঝাতে। এখানে প্রত্যেকের হৃদয়ে ডেমোক্রেসি (গণতন্ত্র)।’

তিনি বলেন, ‘আমাদের এখানে ইলেকশনে ৭০ থেকে ৮০ শতাংশ লোক ভোটাধিকার প্রয়োগ করে। অথচ যারা আমাদের সুপারিশ দেয়, তাদের দেশে ২৫ থেকে ৩০ শতাংশ লোক ভোট দেয়। তারা কি করে এমন বক বক করে? নিজের দিকে তাকায় না কেন?’

তিনি আরও বলেন, ‘তাদের (যারা সুপারিশ করে) দেশে প্রার্থী পাওয়া যায় না নির্বাচনের জন্য, এমন দুরবস্থা। আর আমাদের এখানে একটা কমিশনারের পদের জন্য ১০০ জন লোক নির্বাচন করে। ওরা আসছে আমাদের সুপারিশ দিতে…।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসবি/পিটিএম

ড. এ কে অব্দুল মোমেন পররাষ্ট্রমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর