Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অটোরিকশায় জিম্মি করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৩ ১৬:২৫

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে জিম্মি করে মুক্তিপণ আদায় করে এমন একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, একদল নারীকে ব্যবহার করে প্রলোভন দেখিয়ে সাধারণ লোকজনকে ফাঁসিয়ে জিম্মি করে এই চক্রটি।

বুধবার (৫ জানুয়ারি) রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পাঁচলাইশ থানা পুলিশ।

গ্রেফতার তিনজন হলেন- মো. সজিব (২২), মো. সাকিব (২১) ও মো. সুমন (২০)।

গত ২৬ ডিসেম্বর নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ এলাকায় এক ব্যক্তিকে অটোরিকশায় তুলে জিম্মি করে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা আদায় করে এই চক্রের সদস্যরা। ৩০ ডিসেম্বর নগরীর মুরাদপুর থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর আরেক ব্যক্তিকে অপহরণ করে একই প্রক্রিয়ায় ২০ হাজার টাকা আদায় করে। উভয় ব্যক্তি পাঁচলাইশ থানায় গিয়ে অভিযোগ করলে চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযানে নামে পুলিশ।

পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘বিকাশ নম্বর এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সদস্যদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর গত (বুধবার) রাতে নগরীর পাঁচলাইশ, বায়েজিদ বোস্তামি ও চাঁন্দগাও এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।’

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিভিন্ন এলাকায় প্রতারক নারীদের নির্জন সড়কে দাঁড় করিয়ে তারা দূরে অটোরিকশা নিয়ে অপেক্ষায় থাকে। ওই নারী বিভিন্ন প্রলোভন দেখিয়ে টার্গেট করা ব্যক্তিকে অটোরিকশায় নিয়ে তোলে। এরপর চক্রের পুরুষ সদস্যরা তাকে জিম্মি করে নগরীর বিভিন্ন এলাকায় ঘুরে টাকা আদায় করে।’

সারাবাংলা/আইসি/ইআ

অপরাধ চক্র গ্রেফতার ৩ মুক্তিপণ আদায়

বিজ্ঞাপন
সর্বশেষ

বিএসইসি‘র চেয়ারম্যানের পদত্যাগ দাবি
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৫১

বাড়তে পারে তাপমাত্রা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৩৪

গুলশানে দুইজনের গলাকাটা মরদেহ উদ্ধার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৫

সম্পর্কিত খবর