Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১১ জানুয়ারির অবস্থান কর্মসূচি হবে ঐতিহাসিক প্রতিবাদ: টুকু

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ জানুয়ারি ২০২৩ ২০:৩৪

ঢাকা: ‘আগামী ১১ জানুয়ারি দেশব্যাপী অনুষ্ঠেয় বিএনপির অবস্থান কর্মসূ্চি হবে ঐতিহাসিক প্রতিবাদ’—এমনটিই প্রত্যাশা দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর।

শুক্রবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কাউন্সিলে অংশ নিয়ে তিনি এ প্রত্যাশা ব্যক্ত করেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আগামীতে আমরা যুগপৎভাবে যে অবস্থান কর্মসূচি পালন করব। সেটা হবে ঐতিহাসিক প্রতিবাদ। সকলকে আহ্বান করছি- অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে এ সরকারকে বুঝিয়ে দিন, তাদের সঙ্গে মানুষ নেই।’

‘আমরা মনে করি জনগণ অবশ্যই এই সরকারকে বিদায় করবে। জনগণের আন্দোলনের মুখে ইয়াহিয়া খান টিকতে পারেনি, আইয়ুব খান টেকেনি, এরশাদ টেকেনি। এই সরকারও টিকতে পারবে না’— বলেন টুকু।

তিনি বলেন, ‘আজকে গণতন্ত্র বিলীন হয়ে গেছে। গণতন্ত্র এখন আর নেই। এখন উনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) যা ইচ্ছে করেন, সেটাই হয়। তাছাড়া আর কারও ইচ্ছা চলে না। তাই আমরা একত্রিত হয়েছি যুগপৎ আন্দোলন করছি একজনের ইচ্ছা থেকে বেরিয়ে বহুজনের ইচ্ছার দাম দেওয়ার জন্য।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘এমন কোনো জায়গা নেই, যেখানে লুটপাট হয় না। সেই লুটের টাকা বিদেশে পাচার হয়ে যায়। তাদের একটি জেলার ছাত্র সংগঠনের নেতা দুই হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে।’

তিনি বলেন, ‘আমরা দশটি বিভাগীয় সমাবেশ করেছি, সেখানে নানা বাধা-বিপত্তি উপেক্ষা করে মানুষ কয়েকদিন আগেই উপস্থিত হয়েছে। চাল-ডাল-মুড়ি-চিড়া নিয়ে সমাবেশ স্থলে এসেছে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে জনগণ এই সরকারকে আর চায় না। সুতরাং আমরা যদি ঐক্য করতে পারি, আমাদের ঐক্যের মাধ্যমে যে আন্দোলন গড়ে উঠবে, সেই আন্দোলনে এই সরকার বিদায় নিতে বাধ্য হবে।’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে জাতীয় কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি অ স ম আব্দুর রব, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর