Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরের সঙ্গে সিসিপি প্রতিনিধিদের সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ জানুয়ারি ২০২৩ ১৩:২৭ | আপডেট: ১১ জানুয়ারি ২০২৩ ১৬:২৭

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির (সিসিপি) একটি প্রতিনিধিদল।

বুধবার (১১ জানিয়ারি) সকালে রাজধানীর সেতুভবনে মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সেন ঝউয়ের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদল। এ সময় বাংলাদেশে নিযুক্ত চীনের নতুন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাংলাদেশে পদ্মাসেতু, বঙ্গবন্ধু কর্ণফুলী ট্যানেল, বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) নির্মাণসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়নে চীনের অবদানের কথা তুলে ধরেন।

পার্টি টু পার্টি ও দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর মাধ্যমে সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

এ সময় তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় ওবায়দুল কাদেরকে অভিনন্দন জানায় চীনের প্রতিনিধি দল।

সারাবাংলা/এনআর/ইআ

ওবায়দুল কাদের

বিজ্ঞাপন

বায়ু দূষণে ৩য় ঢাকা
৩০ এপ্রিল ২০২৫ ০৯:৪৫

আরো

সম্পর্কিত খবর