মাদক মামলায় মডেল পিয়াসার বিচার শুরু
১১ জানুয়ারি ২০২৩ ১৩:৫৮
ঢাকা: আলোচিত মডেল পিয়াসার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় চার্জগঠন করেছেন আদালত। এর ফলে মামলাটির অনুষ্ঠানিকভাবে বিচারকার্য শুরু হলো।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে ঢাকার ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মোরশেদ আলমের আদালতে আসামির অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জগঠনের আদেশ দেন। একইসঙ্গে আগামী ১৭ এপ্রিল সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
এদিন আদালতে হাজির হন মডেল পিয়াসা। চার্জগঠনের সময় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায় বিচারের প্রার্থণা করেন।
সংশ্লিষ্ট আদালতের পেশকার সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, রাজধানীর বারিধারায় মডেল পিয়াসার বাসায় অভিযান চালিয়ে ২০২১ সালের ১ আগস্টে রাতে বিপুল পরিমান মাদক উদ্ধার করে ডিবি পুলিশ। পরে পিয়াসাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদের পর তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানাসহ তিন থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে তিনি সকল মামলায় জামিনে রয়েছেন।
সারাবাংলা/এআই/ইআ