Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছয় দশক পর চীনের জনসংখ্যা কমেছে

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৩ ১৫:০৩

ছয় দশক পর প্রথমবারের এবার মতো চীনের জনসংখ্যা কমেছে। চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিস্টিকস এ তথ্য প্রকাশ করেছে।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে চীনের জনসংখ্যা জনসংখ্যা ছিল ১৪১ কোটি ১৭ লাখ ৫০ হাজার। এক বছর আগে, অর্থাৎ ২০২১ সালে এ সংখ্যা ছিল ১৪১ কোটি ২৬ লাখ। ২০২২ সালে এক বছরের ব্যবধানে চীনের জনসংখ্যা কমেছে ৮ লাখ ৫০ হাজার।

প্রতিবেদনে জানানো হয়, ২০২২ সালে চীনে ৯০ লাখ ৫৬ হাজার শিশু জন্ম নিয়েছে। একই সময় মারা গেছেন ১ কোটি ৪১ হাজার মানুষ।

চীনে ১৯৬১ সালের পর এবার জনসংখ্যা হ্রাস পেয়েছে। সে সময় মাও সেতুংয়ের কৃষি নীতির কারণে সৃষ্ট দুর্ভিক্ষে লাখো মানুষ মারা গিয়েছিল। পরের প্রায় দুই দশক চীনে জনসংখ্যা বাড়তে থাকে। জনসংখ্যার বাড়বাড়ন্ত ঠেকাতে ১৯৮০ সাল থেকে এক সন্তান নীতি চালু করে চীন। ২০১৬ সালে ওই নীতি বাতিল করা হয়।

বর্তমানে চীনে জনসংখ্যা কমে যাওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জীবনমানের খরচ বৃদ্ধি, কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ, উচ্চ শিক্ষা, ছোট পরিবারের প্রতি ঝোঁক এবং সর্বশেষ করোনাভাইরাস মহামারির প্রভাবে চীনে জনসংখ্যা বৃদ্ধির গতি ধীর হয়েছে।

সারাবাংলা/আইই


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর