Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪৫ উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন প্রধানমন্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৩ ১২:১০

ঢাকা: দেশের ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কমিউনিটি ভিশন সেন্টার কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে আরও ৭০টি উপজেলায় এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বুধবার (১৮ জানুয়ারি) সকালে দেশের চার বিভাগের ১৫ জেলায় ৪৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কমিউনিটি ভিশন সেন্টার উদ্বোধন করেন। গণভবন থেকে ভার্চুয়ালি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটসহ কয়েকটি উপজেলা প্রান্তে ভার্চুয়ালি যুক্ত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

শেখ হাসিনা বলেন, ‘দেশের প্রতিটি বিভাগেই বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করতে হবে।’

চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ঢাকা মেডিকেল কলেজকে পাঁচ হাজার শয্যায় উন্নীত করার কাজ শুরু করতে দেরি হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, ‘বর্তমানে অনলাইনে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে, কারণ দেশে সবক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা প্রণয়ন করা হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘পর্যায়ক্রমে দেশের সব উপজেলাতেই কমিউনিটি ভিশন সেন্টার স্থাপন করা হবে, যাতে প্রান্তিক মানুষের ভালো চোখের চিকিৎসা নিশ্চিত করা যায়।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আই ভিশন সেন্টারগুলো আমরা উদ্বোধন করছি, তবে অন্যান্য সেবার সঙ্গে অবশ্যই চোখের চিকিৎসাকেও গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের এই উদ্যোগের ফলে এখন অনেক অন্ধ মানুষের চেখের আলো ফিরে এসেছে। এর মাধ্যমে উপজেলা হাসপাতালগুলোতেই সব ধরনের চোখের সমস্যায় রোগীরা সেবা নিতে পারবেন।’

তিনি বলেন, ‘আমরা এর আগে ৭০টি, এখন ৪৫টি উপজেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেছি। লোকজন যেন সহজে হাসপাতালে আসতে পারেন সেজন্য রাস্তাঘাটের উন্নয়ন করে দিয়েছি।’

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গণভবন প্রান্তে অনুষ্ঠান পরিচালনা করেন প্রধানমন্ত্রীর মূখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া।

সারাবাংলা/এনআর/ইআ

কমিউনিটি ভিশন সেন্টার

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর