Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গীতিকার আশেক মাহমুদ মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৩ ১৭:১৮ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৩ ১৭:২২

ঢাকা: ৯০ দশকের অন্যতম গীতিকার ও শিশুসাহিত্যিক সৈয়দ আশেক মাহমুদ মারা গেছেন। শনিবার (২১ জানুয়ারি) ভোরে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

আশিক মাহমুদের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন গীতিকবি সংঘের সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল।

আশেক মাহমুদ গীতিকবি সংঘের উপদেষ্টা ছিলেন।

রুনা লায়লা, সাবিনা ইয়াসমীনসহ দেশের আরও অনেক শিল্পীর জন্য গান লিখেছেন প্রখ্যাত এই গীতিকার।

আশেক মাহমুদ লেখা গানের মধ্যে তপন চৌধুরীর গাওয়া বিখ্যাত গান ‘আমি সবকিছু ছাড়তে পারি’ রবি চৌধুরীর গাওয়া ‘পৃথিবীকে চিনি আর তোমাকে চিনি’, শুভ্র দেবের গাওয়া-‘ও বেহুলা বাঁচাও’, ‘কুমার বিশ্বজিতের গাওয়া ‘মুক্তিযুদ্ধ করেছি আমরা দূরন্ত’ প্রভৃতি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

বাদ আসর এই গীতিকারের জানাজা হবে। এরপর রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

একাধিক বইয়েরও লেখক আশেক মাহমুদ। এর মধ্যে রয়েছে বিপ্লব, জন্ম, বঙ্গবন্ধুর বাংলাদেশ, বাঘ মামা, আমাদের গল্প ও মেঘ বৃষ্টি।

সারাবাংলা/একে

গীতিকার আশেক মাহমুদ টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর