ঢাকা: রাজধানীর শ্যামপুর পোস্তগোলায় ট্রাকের ধাক্কায় সুলতান মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত সুলতানের বাড়ি জামালপুরের সরিষাবাড়ি উপজেলার চর বিন্নাপুর গ্রামে। দুই ছেলে দুই মেয়ের জনক তিনি।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ খান জানান, ওই ব্যক্তি পোস্তগোলা শ্মশান ঘাট আয়রন মার্কেটের রাস্তায় বসে ভাঙারীর কাজ করছিলেন। তখন একটি ট্রাক তাকে চাপা দেয়। এ সময় সহকর্মীরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।
তিনি জানান, ঘটনার পরপরই ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।