Sunday 16 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সম্মেলন শুরু


৩ মে ২০১৮ ১৯:২৮

|| ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট ||

ঢাবি: বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ৩২তম সম্মেলন শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৩ মে) দুপুরে ‘দাসত্বের পাটাতন ভেঙে গণতান্ত্রিক শিক্ষায়ন গড়ে তুলি’ স্লোগানে বিশ্ববিদ্যালয়ের বটতলায় শুরু হওয়া দুদিনব্যাপী এই সম্মেলনের উদ্বোধন করেন সাবেক ডাকসু নেতা মোর্শেদ আলী চৌধুরী।

ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি তুহিন কান্তি দাশের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন আহমেদ, সংগঠনের সাবেক সভাপতি লাকী আক্তার, বর্তমান সভাপতি জি এম জিলানী শুভ, বর্তমান সাধারণ সম্পাদক লিটন নন্দী, ছাত্র ফেডারেশনের সভাপতি ও প্রগতিশীল ছাত্র জোটের সমন্বয়ক গোলাম মোস্তফা, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রিন্সসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধন শেষে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বটতলা থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান ঘুরে কার্জন হলে এসে শেষ হয়।

সারাবাংলা/টিআর/এমআইএস/এমআই

ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন

বিজ্ঞাপন

মেলার ১৬তম দিনে নতুন বই এলো ১০৪টি
১৭ ফেব্রুয়ারি ২০২৫ ০০:০১

মেলায় নাই সিসিমপুর, জমেনি শিশুচত্বর
১৬ ফেব্রুয়ারি ২০২৫ ২৩:৪৪

আরো

সম্পর্কিত খবর