Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের অভিযোগে চবিতে ক্যাফেটেরিয়ায় তালা

চবি করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৩ ২২:১৬

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অস্বাস্থ্যকর পঁচা, বাসি খাবার পরিবেশন করার অভিযোগে ক্যাফেটেরিয়ায় তালা লাগিয়ে দিয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।

রোববার (২৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ক্যাফেটেরিয়ায় এই ঘটনা ঘটে। পরে সোহরাওয়ার্দী হলের প্রভোস্টের আশ্বাসে আড়াইটার দিকে তালা খুলে দেন তারা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আফ্রিদি রহমান মিঠু বলেন, ‘অনেকদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের খাবার পরিবেশন করে আসছে। সেকারনে আজ দেড়টার দিকে যাচাই করতে গিয়ে দেখি পরিবেশ খুবই অস্বাস্থ্যকর। একজনের খাওয়ার পরে প্লেটগুলো ভালোভাবে ধোয়া হয় না। আশপাশে সব অপরিচ্ছন্ন। তখন আমরা তালা দিয়ে মেরে দিয়েছি।’

সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শিপক কৃষ্ণ দেবনাথ বলেন, ‘ছাত্ররা ক্যাফেটেরিয়ায় তালা দিয়েছিল। পরে আমার আশ্বাসে তালা খুলে দিয়েছে। ছাত্রদেরকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলেছি। সত্যতা খুঁজে পেলে আমরা ব্যবস্থা নেব।’

এই বিষয়ে জানতে চাইলে ক্যাফেটেরিয়া ম্যানেজার ইসমাইল হোসেন সারাবাংলাকে বলেন, ‘এই ব্যাপরে আমি কিছু জানি না। ওই সময় ক্যাফেটেরিয়ায় আমার ছোটভাই ছিল।’

সারাবাংলা /সিসি/একে

খাবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর