Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা চিৎকার করলে আওয়ামী লীগ ভয় পায়, নীরব থাকলেও পায়’

স্পেশাল করেসপন্ডেন্ট
১ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:০৮

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমরা চিৎকার করলে আওয়ামী লীগ ভয় পায়, আবার নীরব থাকলেও আওয়ামী লীগ ভয় পায়।

বুধবার (১ ফেব্রুয়ারি) বিকেলে কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে পদযাত্রা শুরুর আগে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সরকারের পদত্যাগ, সংসদ বিলুপ্ত, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে এ পদযাত্রা আয়োজন করা হয়।

দুপুর আড়াই টায় পদযাত্রা শুরু হওয়ার কথা থাকলেও বিকেল সাড়ে ৩টার দিকে শুরু হয়। এর আগে দুপুর ১টা থেকেই বিএনপির নেতাকর্মীরা কমলাপুর এলাকায় এসে জড়ো হতে থাকেন।

সংক্ষিপ্ত সমাবেশের পর কমলাপুর স্টেডিয়ামের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে খিলগাঁও মোড় দিয়ে মালিবাগ বাজারের সামনে গিয়ে শেষ হয়।

মির্জা আব্বাস বলেন, ‘আমরা বলি নাই আমাদের মন্ত্রীত্ব দেন, বিএনপির জন্য গদি ছেড়ে দেন। আমরা জনগণের দাবি নিয়ে কথা বলছি। আজকে আমাদের এই পদযাত্রা জনগণের দাবি নিয়ে। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে- আমরা যদি চিৎকার করি আওয়ামী লীগ ভয় পায়, নীরব থাকলেও আওয়ামী লীগ ভয় পায়। বিএনপির পদযাত্রায় আজকে যে রাস্তা প্রকম্পিত হচ্ছে, সেই কারণে তারা ভয় পেয়ে গেছে।’

তিনি বলেন, ‘হঠাৎ করে বিদ্যুতের দাম বাড়িয়ে দেওয়া হলো। বিদ্যুৎ মন্ত্রী বললেন মাসে-মাসে সমন্বয় করা হবে। ভাবটা এরকম- যেন এটা কারও রাজত্ব। রাজার হুকুম মতো দেশ চলবে। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। জনগণের কথায় দেশ চলবে। তবে এখন তো কোনো সরকার নাই। একটা অবৈধ দানব আমাদের ঘাড়ে চেপে বসেছে। এই দানবকে ঘাড় থেকে ঝেড়ে ফেলতে হবে।’

মির্জা আব্বাস বলেন, ‘পুলিশ আজ মাইকে ভোটারদের ভোট দিতে কেন্দ্রে আসতে মাইকে ডাকছে, কেন্দ্রে ভোটার নয়, কুকুর দেখা যাচ্ছে। কারণ, জনগণ এই প্রহসনের নির্বাচন বয়কট করেছে।’

তিনি বলেন, ‘এই পদযাত্রা আওয়ামী লীগের পতন যাত্রা। এখন শুধু সময়ের অপেক্ষায়। আজকে আমি মুগদা থেকে হেঁটে আসলাম। রাস্তায় মানুষের উপস্থিতির কারণে সুই ফেলারও জায়গা নেই।’

বিএনপির এই নেতা বলেন, ‘এ দেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। কিন্তু তারা প্রয়োজনে এমন শক্ত হয় তখন তাদের মতো আর কেউ নেই। এই সরকারকে এখন মানুষ বিশ্বাস করে না। হাসিনা সরকার আগে বলেছে ঘরে ঘরে চাকরি। এখন দিচ্ছেন উপদেশ। ব্যবসা করেন।’

পদযাত্রাপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায় আব্দুস সালাম, সঞ্চালনা করেন ঢাকা সদস্য সচিব রফিকুল আলম মজনু।

পদযাত্রায় অন্যদের মধ্যে অংশ নেন বিএনপি নেতা খায়রুল কবির খোকন, মীর সরাফত আলী সপু, আব্দুস সালাম আজাদ, মীর নেওয়াজ আলী নেওয়াজ, ডা. রফিকুল ইসলাম, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, মহানগর নেতা নবী উল্লাহ নবী, কাজী আবুল বাশার, লিটন মাহমুদ, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সাইফুল আলম নিরব, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না প্রমুখ।

সারাবাংলা/এজেড/ইআ

টপ নিউজ মির্জা আব্বাস


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর