ঢাকা: রাজধানীর কাকলীতে সড়ক দুর্ঘটনায় বিডিএস কৃষ্ণ (৪০) নামে এক ব্যবসায়ী মারা গেছে। ভোররাতে ৪ পথশিশু রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৩টার মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, ভোররাতে ৪ পথশিশু রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায়। তারা জানিয়েছে, কাকলী ফ্লাইওভার ব্রিজের নিচে বাসের ধাক্কায় আহত অবস্থায় পড়েছিলেন তিনি। দেখতে পেয়ে ওই শিশুরা তাকে হাসপাতালে নিয়ে আসে। ঘটনাটি বনানী থানা পুলিশ তদন্ত করছে।
নিহত কৃষ্ণের ভাগ্নে নবোজিৎ সাহা শান্ত জানান, তাদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া গ্রামে। বর্তমানে উত্তরা ১২ নম্বর সেক্টর, ১৫ নম্বর রোডে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তার মামা। তার বাবার নাম হরিবাসর সাহা। পেশায় ব্যবসায়ী ছিলেন তিনি।
রাতে পুলিশের মাধ্যমে তারা দুর্ঘটনার খবর শুনতে পান। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তার মামার মৃতদেহ দেখতে পান, বলে জানান তিনি।